ঈদুল ফিতরকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৩০ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই।
এর আগে, জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাতে অংশ নেবেন। এখানে অনেক গুণীজন ও গণ্যমান্য ব্যক্তি আসেন। তাদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মুসল্লিদের জন্য ওজু, পানি খাওয়ার ব্যবস্থা রয়েছে। কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের সহায়তা পাওয়া যাবে। এছাড়া, নামাজ পড়ার জন্য আলাদা জায়নামাজ আনার প্রয়োজন নেই, সবার জন্য কার্পেটের ব্যবস্থা করা হয়েছে।
পরিদর্শনকালে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।