বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) নামে বরাদ্দ দেওয়া ভবনের একাংশ দখল ও ভাড়া দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে সংগঠনটির সদস্যরা।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন বিপিজেএর সভাপতি এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, বিশিষ্ট আলোকচিত্র সাংবাদিক এ বি এম রফিকুর রহমান।
কর্মসূচিকে সমর্থন জানিয়ে আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম, সহ-সভাপতি রাশেদুল হক, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন।
বিপিজেএর সভাপতি এ কে এম মহসীন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর আফরোজা হক ও তার বহিরাগত সহযোগী নিজামী গং বিপিজেএর নামে সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া বাড়ির একাংশ জোরপূর্বক দখলে রেখে অবৈধভাবে ভাড়া আদায় করছেন।
এছাড়াও অভিযুক্তরা গত ২০ এপ্রিল রাতের আঁধারে দ্বিতীয় তলায় হ্যামার দিয়ে ভবনের অবকাঠামো ভেঙে ফেলে।
মানববন্ধন শেষে সংগঠনের সদস্যরা নিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমানের কাছে গিয়ে স্মারকলিপি দেন।