ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ: পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড | কলেজ নিউজ

ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ: পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড

পরে শিক্ষার্থী কিছুটা পিছু হাটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত।

#কলেজ #ঢাকা কলেজ #ঢাকা সিটি কলেজ

ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে। পরে শিক্ষার্থী কিছুটা পিছু হাটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত।

মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটেছে।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান, গতকাল ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে অজ্ঞাতনামা কয়েকজন যুবক। ওই যুবকদের মধ্যে একজন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন বলে দাবি করেন তারা।

তারা বলেন, পূর্বশত্রুতার জের ধরে ঢাকা সিটি কলেজের একটি গ্রুপ এই মারধরের সঙ্গে জড়িত। ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই জের ধরে আমরা আজ এখানে এসেছি।

এর আগে ১৫ এপ্রিলও এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সঘর্ষ হয়। সে সময় উভয় কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

#কলেজ #ঢাকা কলেজ #ঢাকা সিটি কলেজ