আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা রাত ৮টায় সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান তারা।
মঙ্গলবার বিকেলে এ ঘোষণা দিয়েছে শিক্ষার্থীদের সংগঠন কারিগরি ছাত্র আন্দোলন।
এর আগে, গত ১৬ এপ্রিল ছয় দাবিতে সারা দেশের সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ১৭ এপ্রিল বৃহস্পতিবার ‘রেল ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করলেও শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের প্রস্তাব পেয়ে কর্মসূচি শিথিল করেন তারা। কিন্তু উপদেষ্টা না থাকায় অতিরিক্ত সচিবের (কারিগরি অনুবিভাগ) সঙ্গে বৈঠক করলেও, তা ব্যর্থ হওয়ায় সন্ধ্যার পর মশালমিছিল এবং ১৮ এপ্রিল জুমার পর মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা।
এরপর ১৯ এপ্রিল লাল কাপড় দিয়ে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর প্রধান ফটক ঢেকে দিয়ে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি পালন ও ২০ এপ্রিল মহাসমাবেশ কর্মসূচি পালন করেন তারা।