ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নারী শিক্ষার্থীদের জন্য নামাজের নির্দিষ্ট স্থান উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি ছেলেদের নামাজের জায়গার কার্পেট পরিবর্তন এবং অজুখানার জায়গারও সংস্কার হয়েছে।
(২৪ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে ঢাবি উপাচার্যের অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে এ নামাজের জায়গা উদ্বোধন করেন। এ কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধানে ছিরো গ্রীন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ডিন সিদ্দিকুর রহমান খান, ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক (দক্ষিণ) অধ্যাপক ড. আব্দুস সালাম এবং যুগ্ম আহ্বায়ক (উত্তর) অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ।
উচ্ছাস প্রকাশ করে এক ঢাবি শিক্ষার্থী বলেন, আগে টিএসসিতে মেয়েদের জন্য নামাজের জায়গা ছিলো না আগে৷ এটা আমাদের অনেকদিনের স্বপ্ন ছিলো। একবার উদ্যোগও নেয়া হয়েছিলো, কিন্তু ছাত্রলীগের বাঁধার কারণে টিকেনি৷ এবার আপুদের জন্য নামাজের জায়গা করে দেয়া হয়েছে। পাশাপাশি ছেলেদের নামাজের জায়গায় ব্যবহৃত বহুদিনের পুরনো কার্পেটও পরিবর্তন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, আজকের এই অনুষ্ঠান আমাদের জন্য এক মহৎ এবং অনন্য একটি মুহূর্ত। আমরা আজ এই নতুন নামাজের জায়গার উদ্বোধন করতে যাচ্ছি, যা আমাদের সবার জন্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং আত্মিক উন্নতির ক্ষেত্র হয়ে উঠবে। বিগত শিক্ষার্থীদের এই নায্য দাবির ব্যাপারে আগ্রহ দেখায়নি। আশাকরি এর মাধ্যমে আমরা আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করতে পারব, এবং নিজেদের আত্মিক উন্নতি সাধন করতে পারবো।