ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান মামুন বলেছেন, প্রাথমিক স্কুলে নিয়োগ হবে ন্যূনতম বিএ/বিএসসি পাশ প্লাস বিএড। বেতন হবে ন্যূনতম ১০ম গ্রেড কিন্তু নবম গ্রেড হলে ভালো হয়।
তিনি বলেন. বাংলাদেশের সব প্রাথমিক স্কুলের মান উন্নত করে পঞ্চম শ্রেণি পর্যন্ত সবাইকে নিকটতম প্রাথমিক স্কুলে বাধ্যতামূলক পড়তে হবে। এতে শহরের ট্রাফিক জ্যাম কমবে। মাধ্যমিক স্কুল হবে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এবং সেখানে বিসিএস শিক্ষা ক্যাডার নিয়োগ দিলে ভালো হয়। সঙ্গে তাদের উন্নত বেতন ও সুযোগ সুবিধা দিতে হবে।
রোববার (২৯ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পেস্টে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক মামুন বলেন, কলেজে কেবল অনার্স ও ডিগ্রি পাস কোর্স থাকবে সেখানে অবশ্যই এইচএসসি থাকবে না এবং সেখানকার শিক্ষক নিয়োগ হবে ইউজিসির মাধ্যমে আর শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা মাস্টার্স কিন্তু অধ্যাপক হতে হলে অবশ্যই পিএইচডি ডিগ্রী থাকতে হবে। বেতন হতে হবে ন্যূনতম ১ লাখ টাকা।
সবাই মাস্টার্স করবে না। মাস্টার্স পড়বে তারাই যারা একাডেমিয়ায় যাবে এবং মাস্টার্স পড়ানোর অনুমতি কেবল বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটের থাকবে, যোগ করেন তিনি।