বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, শিক্ষার প্রথম মানদণ্ড হলো প্রাথমিক, তাই প্রাথমিক শিক্ষকদের যোগ্য সম্মান ও মর্যাদা দিতে হবে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত প্রতিনিধি পরিষদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সংস্কার শুধু রাষ্ট্রকাঠামোতে নয়, মানুষের ভেতরেও সংস্কার আনতে হবে। প্রজন্মের ভেতর সংস্কারের কাজটা শিক্ষকদের করতে হবে। একটা সময় ছাত্রলীগ দ্বারা শিক্ষকরা লাঞ্ছিত হতো, অপমাণিত হতো। কিছুদিন আগে শিক্ষার্থীদের পিকনিকের বাস ডাকাতির শিকার হয়েছে। এ কাজগুলো করছে আওয়ামী লীগের দোসররা। যারা পাশের দেশের সহায়তায় দেশে অরাজকতা তৈরি করছে। আমরা অনেক বুকের রক্ত দিয়েছি, সে রক্তের সম্মান তখনই দেয়া হবে, যখন দেশ থেকে হানাহানি, রাহাজানি, সিন্ডিকেটের অবসান হবে।