এমপিওভুক্ত কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগে আগের নিয়ম বহাল রাখার দাবি জানিয়েছেন শিক্ষকরা। পতিত আওয়ামী লীগ সরকারের নতুন নিয়মের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এসব পদে নিয়োগে চরম জটিলতার সৃষ্টি হয়েছে। ফলে প্রয়োজনীয় প্রার্থী পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে কম যোগ্যতা সম্পন্ন প্রার্থীকেই অধ্যক্ষ বা উপাধ্যক্ষ পদে নিয়োগ দিতে হচ্ছে।
তাই অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগে আগের নিয়ম চালু করে বঞ্চিত শিক্ষকদের অধিকার আদায় এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক গতিশীলতা সৃষ্টি আহ্বান জানান তারা।
সম্প্রতি শিক্ষা উপদেষ্টা বরাবর এ সংক্রান্ত লিখিত আবেদনে এ দাবি জানিয়েছেন এমপিওভুক্ত কলেজ শিক্ষকরা।
শিক্ষকরা বলেন, ২০২১ খ্রিষ্টাব্দের আগে উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজগুলোতে অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে এমপিওভুক্তি থেকে ১২ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হতেন। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে উপাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে এমপিওভুক্তি থেকে ১২ বছর এবং অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে ১৫ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হতেন। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার ২০২১ খ্রিষ্টাব্দে উপাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে ৩ বছর সহকারী অধ্যাপকের অভিজ্ঞতা এবং অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে একই নিয়মের সঙ্গে তিন বছর উপাধ্যক্ষ হিসেবে চাকরির অভিজ্ঞতা প্রয়োজন বলে প্রজ্ঞাপন জারি করে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই নিয়োগের ক্ষেত্রে চরম জটিলতার সৃষ্টি করেছে।
এখানে আনুপাতিকহারে সহকারী অধ্যাপক পদোন্নতি প্রাপ্ত হওয়ায় সারাদেশে নতুন প্রজ্ঞাপনের প্রেক্ষিতে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগে প্রয়োজনীয় প্রার্থী পাওয়া যায় না। যার ফলে কম যোগ্যতা সম্পন্ন প্রার্থীকেই অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক ও প্রশাসনিক কাজে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। অন্যদিকে অনুপাত প্রথার কারণে অনেক যোগ্য, মেধাবী ও প্রশাসনিক কাজে দক্ষ শিক্ষক এ নিয়মের বাইরে থেকে তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ না পেয়ে বঞ্চিত হচ্ছেন।
এমন অবস্থায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগে আগের নিয়ম চালু করে বঞ্চিত শিক্ষকদের অধিকার আদায়ে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক গতিশীলতা সৃষ্টি করার জন্য শিক্ষা উপদেষ্টার সার্বিক সহযোগিতা কামনা করেন শিক্ষকরা।
এমপিও ভুক্ত কলেজ শিক্ষকদের পক্ষে আবেদনে স্বাক্ষর করেন- মোহাম্মদপুর মহিলা কলেজের শেখ ফরিদ হোসেন, ঢাকা মহানগর মহিলা কলেজের মো. গোলাম রসূল সানি ও মোহাম্মদ শরীফ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের মো. আব্দুর রাজ্জাক ও ড. মো. রেজাউল ইসলাম, আলহাজ্ব মকবুল হোসেন কলেজের মোহাম্মদ আব্দুল হাই সরকার ও রোজিনা ইয়াসমিন, নিউ মডেল ডিগ্রি কলেজের হাসিনা বেগম ও রোমেনা আক্তার, মিরপুর কলেজের মুহাম্মদ কফেলুদ্দিন, আবুজর গিফারী কলেজের মো. রুহুল কুদ্দুছ, এম এ হাশেম কলেজের মো. জহির উদ্দিন আযম।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।