ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তহল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছাত্র গ্রুপে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী খন্দকার আব্দুস সোয়াদ চ্যাম্পিয়ন এবং স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী ওমর আল সাহারী রানার-আপ হয়েছেন। ছাত্রী গ্রুপে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী ফারজানা সুলতানা ঐশি চ্যাম্পিয়ন এবং রোকেয়া হলের শিক্ষার্থী পূর্বিতা পিয়াসি রানার-আপ হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায়ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে আন্তহল ব্যাডমিন্টন ও টেবিল-টেনিস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এছাড়া, আন্তহল টেবিল-টেনিস প্রতিযোগিতায় ছাত্র গ্রুপে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী মুহতাসিন আহমেদ হৃদয় চ্যাম্পিয়ন এবং জগন্নাথ হলের শিক্ষার্থী স্যামস্যং বম রানার-আপ হয়েছেন। ছাত্রী গ্রুপে রোকেয়া হলের শিক্ষার্থী সাদিয়া রহমান মৌ চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থী মোনালি দে রানার-আপ হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল-টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়াসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।