ধর্ষণের বিরুদ্ধে তিতুমীর শিক্ষার্থীদের বিক্ষোভ | কলেজ নিউজ

ধর্ষণের বিরুদ্ধে তিতুমীর শিক্ষার্থীদের বিক্ষোভ

ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের সাক্ষী হয়েছি । জুলাই আন্দোলন পরবর্তী সময়ে আমরা এমন একটি সুন্দর রাষ্ট্রের স্বপ্ন দেখছি, যেখানে অপরাধ প্রবণতার অবসান ঘটবে। কয়েক দিন ধরে ডাকাতি, ছিনতাই, ধর্ষণের পরিমাণ বেড়ে গিয়েছে।

#ইডেন কলেজ #সরকারি তিতুমীর কলেজ

সারাদেশে অব্যাহত ধর্ষণ, ডাকাতি, ছিনতাইসহ সব ধরনের অরাজকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তিতুমীর কলেজে শিক্ষার্থীরা। ৭২ ঘণ্টার মধ্যে অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় না আনলে কঠোর কর্মসূচির দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ক্যাস্পাসটির মূল ফটকের সামনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, আমাদের সংগ্রাম চলছে চলবে’; ‘আমার বোন কান্না করে প্রশাসন কি করে’; ‘অ্যাকশন টু ডাইরেক অ্যাকশন’; ‘চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’; ‘চাঁদাবাজের বিরুদ্ধে আগুন জ্বালো’সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের সাক্ষী হয়েছি । জুলাই আন্দোলন পরবর্তী সময়ে আমরা এমন একটি সুন্দর রাষ্ট্রের স্বপ্ন দেখছি, যেখানে অপরাধ প্রবণতার অবসান ঘটবে। কয়েক দিন ধরে ডাকাতি, ছিনতাই, ধর্ষণের পরিমাণ বেড়ে গিয়েছে।

২৪-পরবর্তী এ সময়ে বাংলাদেশে ধর্ষণের, ছিনতাইসহ সব অরাজকতার কোনো ঠাই হবে না।

#ইডেন কলেজ #সরকারি তিতুমীর কলেজ