মধুর ক্যান্টিনে ঢাবি সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়ার স্লোগান! | বিবিধ নিউজ

মধুর ক্যান্টিনে ঢাবি সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়ার স্লোগান!

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে বিক্ষোভের একপর্যায়ে 'ঢাবির সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও' স্লোগান দিতে থাকেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতির আঁতুর ঘর বলে পরিচিত মধুর ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ভাঙার স্লোগানে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন ঢাবি শিক্ষার্থীরা।

#বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কদের নতুন দল ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’-এর আত্মপ্রকাশকে কেন্দ্র করে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নতুন কমিটিতে পদ-পদবি পাওয়ার ক্ষেত্রে নিজেদের বৈষম্যের শিকার বলে দাবি করেছেন তারা। এর প্রতিবাদে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে বিক্ষোভ মিছিল করেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থী।

বিক্ষোভের একপর্যায়ে 'ঢাবির সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও' স্লোগান দিতে থাকেন তারা। ছাত্র রাজনীতির আঁতুর ঘর বলে পরিচিত মধুর ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ভাঙার স্লোগানে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন ঢাবি শিক্ষার্থীরা।

তবে বিক্ষোভে অংশ নেওয়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, 'বৈষম্যবিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অথচ তাদের সাথেই সবচেয়ে বেশি বৈষম্য করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা সবকিছুই কুক্ষিগত রাখতে চাচ্ছে। এটি মানবে না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখানে কোনো ব্যক্তির পক্ষে বা বিপক্ষে নয়, আমরা মূলত বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।'

তারা আরো জানান, সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের প্রাধান্য দেওয়া হয়েছে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দেওয়া হয়নি।

এদিকে, হট্টগোলের মধ্যেই ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এই সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব হিসেবে জাহিদ আহসানের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া মূখ্য সংগঠক হিসেবে তাহমীদ আল মুদাসসির এবং মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে আশরেফা খাতুনকে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও প্রকাশ করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে আব্দুল কাদের ও সদস্যসচিব মহির আলমকে দায়িত্ব দেওয়া হয়।

#বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন