খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে আলাদা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফোরাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি।
এ সময় শিক্ষার্থীরা বলেন, বাকস্বাধীনতা হরনের নতুন কোনো কালচার আর তৈরি করতে দেয়া হবে না। একটা গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন। এ সময় শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার জড়িত সবার তদন্ত সাপেক্ষে দাবি জানান শিক্ষার্থীরা।
হিউম্যান রাইটস সোসাইটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ছাত্রদের নিরাপদ আশ্রয়স্থল হওয়া উচিত, কিন্তু সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী চক্র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে শিক্ষার পরিবেশকে নষ্ট করছে। মানবাধিকার সমুন্নত রাখতে আমাদের সচেষ্ট থাকতে হবে। আমাদের প্রচেষ্টার কোনো বিকল্প নেই।
শিক্ষার্থী ফোরামের বিক্ষোভ সমাবেশে ইভান তাহসীভ বলেন, কুয়েটে শিক্ষার্থীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে যে বর্বর হামলা করা হয়েছে তা একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। ৫ আগস্টের পর ক্যাম্পাসে এরকম পরিস্থিতি তৈরি হতে দিতে পারি না। আমরা আর একটা ছাত্রলীগ তৈরি হতে দিতে পারি না। বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীদের প্রতিবাদের সঙ্গে আমরা সংহতি জানাই। ছাত্রদের এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।