ছয় দফা দাবিতে কিছু দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন কারিগরি শিক্ষার্থীরা। ইতোমধ্যে সড়ক অবরোধ, বিক্ষোভ, মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তারা।
গত সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে তাদের এক বৈঠক হয়। ওই বৈঠকে পর মন্ত্রণালয়ের তরফে কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিতের কথা জানানো হয়। পরে আন্দোলনকারীরাও ওই সিদ্ধান্ত মেনে আন্দোলন স্থগিত করেন। আজ নতুন করে তারা কর্মসূচি ঘোষণা করেন।
পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে প্রথমটি হলো, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল।
তাদের দাবির মধ্যে আরো আছে- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ খ্রিষ্টাব্দে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধনের দাবি।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।