পিএসসিতে নতুন ৭ সদস্য নিয়োগ | বিসিএস নিউজ

পিএসসিতে নতুন ৭ সদস্য নিয়োগ

সরকারি কর্ম কমিশনে (পিএসসির) সাতজন নতুন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে পিএসসির সদস্য সংখ্যা দাঁড়াল ১৫ জনে।

#বিসিএস #পরীক্ষা

সরকারি কর্ম কমিশনে (পিএসসির) সাতজন নতুন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে পিএসসির সদস্য সংখ্যা দাঁড়াল ১৫ জনে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নতুন সাত সদস্য হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাব্বির আহমদ চৌধুরী, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মুনির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক এ টি এম ফরিদ উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরীফ হোসেন ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল ইসলাম এই দায়িত্ব পেয়েছেন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে একজন চেয়ারম্যান এবং অন্যূন ছয়জন ও অনধিক ২০ জন সদস্য নিয়ে কমিশন গঠনের সুযোগ রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটবে, সে সময় পর্যন্ত তারা পিএসসির সদস্য পদে বহাল থাকবেন।

এ টি এম ফরিদ উদ্দীনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে দায়িত্ব দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এর আগে, গত ২ জানুয়ারি অধ্যাপক শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, এ এফ জগলুল আহমেদ, মো. মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরী ও অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহানকে কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হলেও গত ১৩ জানুয়ারি তা বাতিল করা হয়।

এই ছয়জনের আগে দুই ধাপে পিএসসিতে আটজনকে দায়িত্ব দিয়েছিল সরকার, যারা কাজ করছেন।

গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর গত ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন। পরদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

#বিসিএস #পরীক্ষা