গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) এপ্রিল-২৫ সেশনের স্নাতক শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা (তত্ত্বীয়) শুরু হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ভবনে নির্ধারিত কেন্দ্রগুলোতে পরীক্ষা শুরু হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, এবার ৫টি অনুষদের ১৬টি বিভাগের মোট ১৩৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। জানা যায়, পরীক্ষা সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত চলবে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত পরীক্ষায় কোনো অপ্রীতিকর অবস্থা ঘটেনি। পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরিয়াল বডি, বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্টরা হল পরিদর্শন করেন।
প্রসঙ্গত, আগামী ১৩ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা চলবে।