২০২৫ খ্রিষ্টাব্দের মাদরাসার সংশোধিত ছুটির তলিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ছুটি দুইদিন কমিয়ে ৭৩ দিন করা হয়েছে। এই ছুটি আগে ছিলো ৭৫ দিন। আর এবতেদায়ি ও দাখিল স্তরের অর্ধবার্ষিক পরীক্ষা ৩ দিন আগে শেষ করতে বলা হয়েছে। নতুন করে যুক্ত হয়েছে নির্বাচনী পরীক্ষার সময় সূচি। এ পরীক্ষা ১৬ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে শেষ করতে বলা হয়েছে। এ ছাড়াও পবিত্র রমজান, মহান স্বাধীনতা দিবস, পবিত্র ঈদুল আজহা, দুর্গাপূজা ও ফাতেহা- ই ইয়াজদাহম ও গ্রীষ্মকালীন ছুটিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সংশোধিত এ ছুটির তালিকা প্রকাশ করে।
এতে দেখা গেছে, পবিত্র রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমআতুল- বিদা, লাইলাতুল-ক্বদর ও ঈদুল ফিতর উপলক্ষে মোট ছুটি ৩০ দিন করা হয়েছে। যা আগে ছিলো ৩৮ দিন।
অপরদিকে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ ১ থেকে ২৫ জুন পর্যন্ত বেড়েছে ৫ দিন। আগে এ ছুটি ছিলো ৩ থেকে ১৬ জুন পর্যন্ত। আর দুর্গাপূজা ও ফাতেহা- ই ইয়াজদাহমে ছুটি ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। যা আগে আলাদাভাবে শুধু দুর্গাপূজায় ছুটি ছিলো দুইদিন আর ফাতেহা- ই ইয়াজদাহমে কোনো ছুটি ছিলো না।
এ ছাড়াও মহান বিজয় দিবস, যিশু খ্রিষ্টের জন্মদিন ও শীতকালীন অবকাশ উপলক্ষে ১৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিলো ১৪ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এখানে ছুটি বেড়েছে ৩ দিন।
এছাড়া অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঠিক রেখে ১২ মে শুরু করে ৩ দিন আগে ৩০ মে শেষ করতে বলা হয়েছে। আগে এই পরীক্ষা শেষ করতে বলা হয়েছিলো ২ জুন। নির্বাচনী পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে যা আগে ছিলো না। ১৬ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে এ পরীক্ষা শেষ করতে হবে। আর ১০ নভেম্বর ফল প্রকাশ করতে হবে। তবে বার্ষিক পরীক্ষার সময় সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
এর আগে ৩১ ডিসেম্বর মাদরাসার ৭৫ দিন ছুটি রেখে তালিকা প্রকাশ করা হলে তা নিয়ে আপত্তি জানায় শিক্ষকরা। পরে শিক্ষকদের দাবির প্রেক্ষিতে এবার সেই তালিকা সংশোধন করে ফের প্রকাশ করা হলো।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।