মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন | ভর্তি নিউজ

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন

প্রশ্নের উত্তরে জানতে চাওয়া হয়, গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ কত? ২১ জুলাই, ১৬ জুলাই, ১৫ জুলাই ও ২০ জুলাই।

#ভর্তি #মেডিক্যাল

দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। ভর্তি পরীক্ষার প্রশ্নে স্থান পেয়েছেন ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ।

শুক্রবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রশ্নে জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগকারী আবু সাঈদের মৃত্যুর তারিখের প্রসঙ্গ উঠে আসে।

প্রশ্নের উত্তরে জানতে চাওয়া হয়, গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ কত? ২১ জুলাই, ১৬ জুলাই, ১৫ জুলাই ও ২০ জুলাই।

ভর্তি পরীক্ষার্থী সাইফুল্লাহ তানভীর বলেন, আজকের মেডিক্যাল ভর্তি পরীক্ষায় জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের মৃত্যুর তারিখ নিয়ে একটি প্রশ্ন এসেছে। সেখানে জানতে চাওয়া হয়েছে তার মৃত্যুর তারিখ কত?

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন এক লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী। আর কোটাসহ মেডিক্যালে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। এ হিসাবে চলতি বছর আসনপ্রতি লড়ছেন ২৫ শিক্ষার্থী।

এর আগে চাকরির নিয়োগ শুক্রবার (২২ নভেম্বর) হওয়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপসহকারী পরিচালক পদের ইংরেজি প্রশ্নে আবু সাঈদকে নিয়ে একটি প্রশ্ন দেখা যায়। প্রশ্নের উত্তরে জানতে চাওয়া হয়, শহীদ আবু সাঈদের গ্রামের নাম কী? এখানে ৪টি অপশনে দেওয়া আছে—পীরগঞ্জ, বাহানপুর, পার্বতীপুর, মহিমাগঞ্জ।

#ভর্তি #মেডিক্যাল