শিক্ষক নিবন্ধন ভাইভা : রসায়ন ও গণিতে যেসব প্রশ্ন | শিক্ষক নিবন্ধন নিউজ

শিক্ষক নিবন্ধন ভাইভা : রসায়ন ও গণিতে যেসব প্রশ্ন

আমাকে প্রশ্ন করেছেন, সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে?

#পরীক্ষা #ভাইভা #শিক্ষক #শিক্ষক নিবন্ধন #এনটিআরসিএ

সমঘাতি ম্যাট্রিক্স কাকে বলে? অবস্থান্তর মৌল কাকে বলে? (-1+i) এর মডুলাস ও আর্গমেন্ট কতো? এমনই আরো অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছেন এনটিআরসিএর ভাইভার ১১৯তম দিনে প্রভাষক পদপ্রার্থীরা। অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের অষ্টম ধাপের ভাইভার ১৪তম দিন ছিলো গতকাল রোববার। এদিন প্রভাষক পদের রসায়ন ও গণিত বিষয়ের ভাইভা বোর্ড ফেস করে আসা প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছেন সানজিদা কাকন ও সাবরিনা আফরিন।

মাহফুজ আহমেদ হৃদয়, বরিশাল

গণিত বিষয়ে ভাইভা দিয়েছি। আমাকে প্রশ্ন করেছেন, সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলে? সমঘাতি ম্যাট্রিক্স কাকে বলে?

আনোয়ার হোসাইন, রংপুর

রসায়ন বিষয়ে ভাইভা দিয়েছি। আমাকে প্রশ্ন করেছেন, হ্যালোফর্ম বিক্রিয়া কাকে বলে? এরপর, কপার আয়ন শনাক্তকরণ ও ফেনল শনাক্তকরণ সম্পর্কে জানতে চেয়েছেন। ধন্যবাদ দৈনিক শিক্ষাডটকমকে।

মো. বোরহান কবির, রংপুর

রসায়ন বিষয় ভাইভা দিয়েছি। প্রথমে ডি ব্লক মৌল সম্পর্কে জানতে চেয়েছেন। এরপর প্রশ্ন করেছেন, অবস্থান্তর মৌল কাকে বলে? পলির বর্জননীতি কাকে বলে?

শিক্ষক নিবন্ধন ভাইভা : রসায়ন ও গণিতে যেসব প্রশ্ন

ফরিদা আক্তার, যশোর

রসায়ন বিষয়ে ভাইভা দিয়েছি। আমাকে প্রশ্ন করেছেন, দ্রাব্যতার গুণফল কাকে বলে? লুইস মতবাদ অনুসারে অম্ল-ক্ষার কাকে বলে? বোর্ডে আমাকে ৫ মিনিটের মতো বাখা হয়েছিলো।

ফারহানা, বরিশাল

গণিত বিষয়ে ভাইভা দিয়েছি। আমাকে প্রশ্ন করেছেন, (-1+i) এর মডুলাস ও আর্গমেন্ট কতো? এরপর একটি অন্তরকল সমীকরণ দিয়ে জিজ্ঞেস করেছেন, এর মাত্রা ও ক্রম কতো? সবশেষে জানতে চেয়েছেন, সমমাত্রিক সমীকরণ কাকে বলে?

সাবিকুন্নাহার তানিশা, বরিশাল

গণিত বিষয়ে ভাইভা দিয়েছি। আমাকে প্রশ্ন করেছেন, আর্গমেন্ট কাকে বলে? এরপর আমাকে একটি জটিল সংখ্যার আর্গমেন্ট বের করতে বললেন। ধন্যবাদ দৈনিক শিক্ষাডটকমকে।

কাউসার রহমান, পটুয়াখালী

গণিত বিষয়ে ভাইভা দিয়েছি। আমাকে ডিফারেন্সিয়েশন এবং অনার্সের বেসিক সম্পর্কে প্রশ্ন করেছেন। বোর্ডে তিনজন শিক্ষক ছিলেন এবং আমাকে দুই মিনিট মতো রেখেছিলেন।

মো. জুয়েল মিয়া, জামালপুর

গণিত বিষয়ে ভাইভা দিয়েছি। প্রথমে আমার মাস্টার্সের কোর্সগুলো সম্পর্কে জানতে চেয়েছেন। এরপর, আমাকে একটি প্রোগ্রাম করতে দিয়েছেন। সবশেষে, একটি ফ্লোচার্ট দেখাতে বলেছে।

মীর আজিম হোসেন, পিরোজপুর

গণিত বিষয়ে ভাইভা দিয়েছি। আমাকে, ফাংশন, ডোমেন, রেঞ্জ, ভেরিয়েন্ট থেকে প্রশ্ন করেছেন। এরপর, অন্তরীকরণ থেকে দুইটি সূত্র লিখতে দিয়েছেন। মূল ও সহগ সম্পর্ক জানতে চেয়েছেন। সর্বশেষ জানতে চেয়েছেন, ট্রপোলজি রিং কী?

ভাইভার এদিনে মোট দশটি বোর্ডে দুই ব্যাচে অংশ নেন পদার্থবিজ্ঞান ও রসায়ন প্রভাষক পদের চাকরিপ্রার্থীরা। প্রথম ব্যাচের পরীক্ষা সকালে সাড়ে ৯টায় ও দ্বিতীয় ব্যাচের পরীক্ষা বেলা সাড়ে ১১টায় শুরু হয়।

গত রোববার রসায়ন ও গনিত বিষয়ে যথাক্রমে ৪১৩০০৬১৬৪ থেকে ৪৬০০০২৭৬০, ৪১৪০০০০৩৬ থেকে ৪১৪০০৬৪১১ রোল নম্বরধারীদের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা অংশ নেন। এ দিনে মোট ৬০০ জন প্রার্থীর ভাইভা নেয়া হয়।

আজ সোমবার গনিত বিষয়ের ৪১৪০০৬৪৫৫থেকে ৪১৪০২১৯৯১, রোল নম্বরধারীদের মধ্যে ভাইভা অনুষ্ঠিত হবে। এই ধাপের ভাইভা শেষ হবে আগামী ৩০ এপ্রিল।

#পরীক্ষা #ভাইভা #শিক্ষক #শিক্ষক নিবন্ধন #এনটিআরসিএ