রাজশাহী শিক্ষা বোর্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানা আয়োজন | বিবিধ নিউজ

রাজশাহী শিক্ষা বোর্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানা আয়োজন

রাজশাহী শিক্ষা বোর্ডে মহান একুশে ফেব্রুয়ারি ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে দিবসের প্রথম প্রহরে বোর্ডের চেয়ারম্যান কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে রাজশাহীর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

#রাজশাহী শিক্ষা বোর্ড

রাজশাহী শিক্ষা বোর্ডে মহান একুশে ফেব্রুয়ারি ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে দিবসের প্রথম প্রহরে বোর্ডের চেয়ারম্যান কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে রাজশাহীর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সূর্যোদয়ের সঙ্গে-সঙ্গে রাজশাহী শিক্ষা বোর্ড ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ এবং সম্মান প্রদর্শন করা হয়।

এ ছাড়াও রাজশাহী শিক্ষা বোর্ডের প্রশাসনিক ভবনে রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ও উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মো. মাহাবুব হাসানের সভাপতিত্বে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম। পবিত্র কোরআন ও পবিত্র গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক জনাব মহা. জিয়াউল হক, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট (চলতি দায়িত্ব) প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী বিদ্যালয় পরিদর্শক মো. আবু দারদা খান, সহকারী কলেজ পরিদর্শক মো. গোলাম নবী, তথ্য ও গণসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহা. হুমায়ন কবীর। আলোচনা অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন উদযাপন কমিটির আহবায়ক ও সভাপতি প্রফেসর মো. মাহাবুব হাসান।

প্রধান অতিথি তার বক্তব্যে বাংলা ভাষা সম্পর্কে ইতিহাসভিত্তিক আলোচনা করেন। তিনি বলেন- অমর একুশের অবিনাশী চেতনা আমাদের যুগিয়েছে স্বাধিকার, মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ ও ২০২৪-এর বিপ্লবের অফুরন্ত প্রেরণা ও অসীম সাহস। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২০২৪-এর বিপ্লবী চেতনায় বিকশিত বিজ্ঞানমনস্ক একটি আধুনিক প্রজন্মই পারে দেশি-বিদেশি ষড়যন্ত্রকে রুখে দিতে।

অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) এস. এম. গোলাম আজম। এছাড়া বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী স্বত:স্ফূর্তভাবে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এ ছাড়াও বাদ জুম্মা শিক্ষা বোর্ড জামে মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।


#রাজশাহী শিক্ষা বোর্ড