নিজ বিভাগের চেয়ারম্যানের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাবি প্রশাসনিক ভবন ঘেরাও করে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, ‘দাবি মোদের একটাই নিজ বিভাগের চেয়ারম্যান চাই’, ‘মানি না মানবো না’, অন্য বিভাগের চেয়ারম্যান মানবো না’।
শিক্ষার্থীরা বলছেন, আমাদের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে যোগ্যতাসম্পন্ন শিক্ষক থাকার পরও অন্য বিভাগ থেকে কেন চেয়ারম্যান আনতে হবে। বিভাগের শিক্ষাকরা আমাদের বুঝতে পারেন, আমরাও তাদের বুঝতে পারি। তাই আমাদের একটাই দাবি নিজ বিভাগের চেয়ারম্যান চাই