রাবির এ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৫১ ভর্তিচ্ছু | ভর্তি নিউজ

রাবির এ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৫১ ভর্তিচ্ছু

‘এ’ ইউনিটের (মানবিক বিভাগ) আসন রয়েছে মোট ১৮৭২টি। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৯৬ হাজার ১৬২জন ভর্তিচ্ছু।

#রাজশাহী বিশ্ববিদ্যালয় #শিক্ষা #ভর্তি #পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

এ দিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা ও বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে।

‘এ’ ইউনিটের (মানবিক বিভাগ) আসন রয়েছে মোট ১৮৭২টি। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৯৬ হাজার ১৬২জন ভর্তিচ্ছু। সেই হিসেবে আসন প্রতি লড়বেন প্রায় ৫১জন শিক্ষার্থী। 'এ' ইউনিটের অধীনে রয়েছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের মোট ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট।

কলা অনুষদ

এই অনুষদের ১২টি বিভাগের অধীনে রয়েছে মোট ৮৮৬টি আসন। এর মধ্যে দর্শন- ১১০, ইতিহাস- ১০০, ইংরেজি- ৯০, বাংলা- ৮০, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি- ১০০, আরবি- ১১০, ইসলামিক স্টাডিজ- ১০০, নাট্যকলা- ১৫, সংগীত- ৩০, ফারসি ও ভাষা সাহিত্য- ৫৫, সংস্কৃত- ৫৬ এবং উর্দু বিভাগে ৪০টি আসন রয়েছে। এ বছরে ইসলামিক স্টাডিজ বিভাগে ১০টি আসন কমানো হয়েছে এবং ফারসি ও ভাষা সাহিত্য বিভাগে ১০ আসন বাড়ানো হয়েছে।

আইন অনুষদ

এই অনুষদের দুইটি বিভাগের অধীনে রয়েছে ১৬০টি আসন। এর মধ্যে আইন বিভাগে আসন রয়েছে ১১০ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে ৫০টি আসন রয়েছে।

সামাজিক বিজ্ঞান অনুষদ

এই অনুষদের ১০টি বিভাগের অধীনে রয়েছে মোট ৬৫৬টি আসন। এর মধ্যে অর্থনীতি- ১০০, রাষ্ট্রবিজ্ঞান- ৯০, সমাজকর্ম- ৭০, সমাজবিজ্ঞান- ৮০, গণযোগাযোগ ও সাংবাদিকতা- ৪০, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট- ৬৬, লোক প্রশাসন- ৫০, নৃবিজ্ঞান- ৫০, ফোকলোর- ৭০ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৪০টি আসন রয়েছে। এ বছরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১০টি আসন কমানো হয়েছে এবং ফোকলোর বিভাগে ১০ আসন বাড়ানো হয়েছে।

চারুকলা অনুষদ

এ অনুষদের তিন বিভাগের অধীনে রয়েছে ১২০টি আসন। এর মধ্যে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র- ৪৫, মৃৎশিল্প ও ভাস্কর্য- ৩০ এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগে ৪৫টি আসন রয়েছে।

আইইআর

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউড (আইইআর)- ৫০টি আসন রয়েছে।

এর আগে, মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে আটটা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। পরীক্ষা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

এবার সব ইউনিটের পরীক্ষা বহুনির্বাচনি প্রশ্নোত্তর হবে। এ বছর পাঁচ বিভাগীয় শহরে পরীক্ষার কেন্দ্র রয়েছে ৮টি। সেগুলো হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

#রাজশাহী বিশ্ববিদ্যালয় #শিক্ষা #ভর্তি #পরীক্ষা