মাহে রমজানকে স্বাগত জানিয়ে স্বাগত র্যালি করেছে বরিশাল সরকারি বিএম কলেজ ইসলামি ছাত্র আন্দোলন। বুধবার বিকেলে ক্যাম্পাসের মসজিদ গেট থেকে র্যালিটি বের করেন তারা। এরপর পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার মসজিদ গেটে এসে শেষ হয় র্যালিটি।
এ সময় র্যালিটিতে অংশগ্রহণকারীরা জানান, মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস মাহে রমজান। এ মাসের পবিত্রতা রক্ষা, রোজা রাখা ও পাঁচ ওয়াক্ত নামাজসহ তারাবি নামাজ আদায়ের জন্য মুসলমানদের আহ্বান জানানো হয়। পাশাপাশি ইসলাম ও মাহে রমজানের পবিত্রতা ছড়িয়ে দিতে বিএম কলেজে মাহে রমজানে নানা আয়োজনের কথাও জানান তারা। র্যালিটিতে সরকারি বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলামসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরক অংশগ্রহণ করেন।