নেত্রকোনায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠেছে এক যুবকের বিরুদ্ধে।
গত ৮ মার্চ ইফতারের পর ভিকটিমকে ধরে জঙ্গলে নেওয়ার চেষ্টা করে। এঘটনায় সোমবার (১০ মার্চ) বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত যুবকের ঘর তালাবদ্ধ করে দেয়।
অভিযুক্ত যুবকের নাম হবিকুল ইসলাম। তিনি কেন্দুয়া উপজেলার হারুন অর রশিদের ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভিকটিমের বাবা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, তিনি ঘটনার দিন বাড়িতে ছিলেন না। ইফতারের পরে তার স্কুল পড়ুয়া মেয়ে বাথরুমে যাওয়ার সময় একা পেয়ে হবিকুল ইসলাম মুখে চেপে ধরে বাড়ির পাশের জঙ্গলে নেওয়ার চেষ্টা করে।
তিনি আরও জানান, মেয়েটির মা চিৎকারের শব্দ শুনে দৌড়ে যায়। জানাজানির পর লোকজন ছুটে এলে হবিকুল ও তার সহযোগীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। তিনি এ ঘৃণ্য ঘটনার চরম শাস্তি দাবি করেন।
এদিকে, ক্ষুব্ধ এলাকাবাসী মিছিল নিয়ে হবিকুলের বাড়িতে গেয়ে ঘরে তালা লাগিয়ে দেয়। তারা ধর্ষণের চেষ্টার অভিযোগে হবিকুলের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
এবিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান দৈনিক শিক্ষা ডটকমকে জানান, আমি ঘটনাটি শুনেছি। এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত যুবকের ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে।এখনো লিখিত অভিযোগ করেনি কেউ। তবে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।