পাঠ্যবই ছাপায় সফল ৩৫ মুদ্রণপ্রতিষ্ঠানকে সংবর্ধনা এনসিটিবিতে | বই নিউজ

পাঠ্যবই ছাপায় সফল ৩৫ মুদ্রণপ্রতিষ্ঠানকে সংবর্ধনা এনসিটিবিতে

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ফোকাল পারসন কাজী আব্দুর রহমান, এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) প্রফেসর রবিউল কবির চৌধুরী, সদস্য (পাঠ্যপুস্তক) প্রফেসর ড. রিয়াদ চৌধুরী ও সদস্য (অর্থ) মো. নায়েব আলী।

#পাঠ্যবই

২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপা ও সরবরাহ শেষ করা ৩৫ মুদ্রণপ্রতিষ্ঠানকে সংবর্ধনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। রোববার এনসিটিবি মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। বিশেষ অতিথি ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবীর।

সভাপতিত্ব করেছেন এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর ড. একে এম রিয়াজুল হাসান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ফোকাল পারসন কাজী আব্দুর রহমান, এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) প্রফেসর রবিউল কবির চৌধুরী, সদস্য (পাঠ্যপুস্তক) প্রফেসর ড. রিয়াদ চৌধুরী ও সদস্য (অর্থ) মো. নায়েব আলী।পাঠ্যবই ছাপায় সফল ৩৫ মুদ্রণপ্রতিষ্ঠানকে সংবর্ধনা এনসিটিবিতে

২০২৫ শিক্ষাবর্ষে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের প্রায় ৩৯ কোটি ৬০ লাখ পাঠ্যবই মুদ্রণের জন্যে ১১৭টি ছাপাখানা এনসিটিবির কাছ থেকে কার্যাদেশ লাভ করেছে। ইতোমধ্যে প্রায় ৮৬ ভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ-কাজ সম্পন্ন হয়েছে। সংবর্ধিত ৩৫টি ছাপাখানার মধ্যে ১৯টি শিট মেশিন ক্যাটাগরিভুক্ত ও ১৬টি ওয়েব মেশিন ক্যাটাগরির। পাঠ্যবই ছাপায় সফল ৩৫ মুদ্রণপ্রতিষ্ঠানকে সংবর্ধনা এনসিটিবিতে

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা সচিব কার্যসম্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর মালিক ও কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানন।

তিনি সঠিক সময়ে কাজ শেষ করার মধ্য দিয়ে যে সব ছাপাখানা শিক্ষাকার্যক্রমে অবদান রেখেছে তাদের বিশেষভাবে মূল্যায়ন করার আশ্বাস দেন। তিনি বলেন, ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক নভেম্বর মাসের মধ্যে ছাপা শেষ হবে এবং ডিসেম্বর মাসের ২৫ তারিখের মধ্যে মাঠপর্যায়ে পৌঁছে যাবে। ২০২৬ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি শিক্ষার্থীরা একসঙ্গে সব বই হাতে পাবেন বলে সচিব আশাবাদ ব্যক্ত করেন।পাঠ্যবই ছাপায় সফল ৩৫ মুদ্রণপ্রতিষ্ঠানকে সংবর্ধনা এনসিটিবিতে

এ সময় প্রধান অতিথি সংবর্ধিত ছাপাখানার মালিকদের ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। সংবর্ধনার জবাবে দুজন প্রেসমালিক তাদের অনুভূতি ব্যক্ত করেন।

#পাঠ্যবই