সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা চালুর সুপারিশ | ভর্তি নিউজ

সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা চালুর সুপারিশ

তিনি বলেন, প্রধান উপদেষ্টার সভাপতিত্বেও উপদেষ্টা পরিষদের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে বর্তমানে দেশে বিভিন্ন খাতে যে সংকট চলছে তা উত্তরণে টাস্কফোর্স বিভিন্ন সুপারিশ করে।

#ভর্তি #পরীক্ষা #বিশ্ববিদ্যালয়

শিক্ষাখাতে সংকট থেকে উত্তরণে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সুপারিশ করেছে টাস্কফোর্স। পাশাপাশি সব বিশ্ববিদ্যালয়ের জন্য সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যবস্থা করার সুপারিশও করা হয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সুপারিশ করা হয়। পরে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার সভাপতিত্বেও উপদেষ্টা পরিষদের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে বর্তমানে দেশে বিভিন্ন খাতে যে সংকট চলছে তা উত্তরণে টাস্কফোর্স বিভিন্ন সুপারিশ করে। শিক্ষাখাতে উল্লেখযোগ্য সুপারিশের মধ্যে রয়েছে জাতীয় শিক্ষানীতির আলোকে বিভিন্ন পদ্ধতির শিক্ষাব্যবস্থা একীভূত করে একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।

প্রেস সচিব বলেন, শিক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। ‘নো পিএইচডি, নো প্রফেসর’ নীতি বাস্তবায়ন করতে হবে। শিক্ষক-শিক্ষার্থী অনুপাত উন্নত করতে হবে। সব বিশ্ববিদ্যালয়ের জন্য সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় জোরদার করতে হবে।

#ভর্তি #পরীক্ষা #বিশ্ববিদ্যালয়