ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৪ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ, ৮ম ও নবম শ্রেণিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা রেজিস্ট্রেশন শেষ করতে পারেনি তাদেরকে বিশেষ বিবেচনায় এবার সুযোগ দেয়া হয়েছে। এখন ১৫ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই বাদপড়া শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন।
বিষয়টি জানিয়ে ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত মাধ্যমিক স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা ১৫ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হলো। এই তারিখের পর কোনো অবস্থাতেই ওই বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেয়া হবে না।
নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে। এ ছাড়া অন্য শিক্ষা বোর্ড থেকে আসা টিসির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কাজও এ সময়ের মধ্যে শেষ করতে বলা হয়েছে বোর্ডের পক্ষ থেকে।