ধর্ম চর্চা উচ্চশিক্ষা ক্ষেত্রে বাধা হতে পারে না | বিশ্ববিদ্যালয় নিউজ

ধর্ম চর্চা উচ্চশিক্ষা ক্ষেত্রে বাধা হতে পারে না

ধর্ম উপদেষ্টা বলেন, আসুন সবাই প্রকৃত ধর্মের চর্চা করি এবং নৈতিক চরিত্রের অধিকারী হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করি। আর ইসলামকে মন ও হৃদয় দিয়ে ধারণ করি।

#উচ্চশিক্ষা

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, ধর্ম চর্চা উচ্চশিক্ষা ক্ষেত্রে বাধা হতে পারে না। জনগণের হককে নষ্ট করে দেশকে পঙ্গু বানানো কখনও দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে না।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘প্রকৌশল শিক্ষায় ঈমান, আমলের চর্চা এবং সৎ চরিত্র গঠন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আসুন সবাই প্রকৃত ধর্মের চর্চা করি এবং নৈতিক চরিত্রের অধিকারী হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করি। আর ইসলামকে মন ও হৃদয় দিয়ে ধারণ করি।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্রকল্যাণ অধিদপ্তরের উদ্যোগে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন চুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ ক্বারী মাওলানা নুরুল্লাহ।

চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমানের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম।

সেমিনারে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন আদ-দাওয়া ইলাল্লাহ এর পরিচালক জনাব আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক।

#উচ্চশিক্ষা