আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে বেশকিছু নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
রোববার (৬ এপ্রিল) আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
পরীক্ষাকেন্দ্রের চারপাশে যাতে কোনো ধরণের বিশৃঙ্খলা, শব্দদূষণ কিংবা জনসমাগম না ঘটে তা নিশ্চিত করতে মহানগরীর ২৭টি কেন্দ্রে আরোপ করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। আইন-১৯৯২ এর বিভিন্ন ধারা অনুযায়ী এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনানুগ ব্যবস্থা।
জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা উপলক্ষে আগামী ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়াও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনের ২৬ এর (ট) এর (ই) এবং ৩৩ এর (খ), (গ) ও (ঘ) ধারার অর্পিত ক্ষমতাবলে সর্ব সাধারণের ব্যবহার্য স্থানে বা এর সন্নিকটে লাউড স্পীকার ব্যবহার, কোন প্রাঙ্গণ বা বাড়িতে মুখে বা বাদ্যযন্ত্রের সাহায্যে গান-বাজনা করা, গান-বাজনা বা অন্যান্য শব্দ বড় করে শুনার জন্য মাইক্রোফোন, লাউড স্পীকার বা অন্য কোন যন্ত্র ব্যবহার করা, অন্য কোন প্রক্রিয়ায় শব্দ করা; অথবা, কোন প্রাঙ্গণ বা ব্যবসাকেন্দ্রে এমন কিছু ব্যবহার করা যাতে বিকট শব্দ হয়।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজশাহী মহানগরীর ২৭ টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা কেন্দ্রগুলো হলো- রাজশাহী কলেজিয়েট স্কুল (এসএসসি), সরকারী প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী (এসএসসি), হামিদপুর নওদাপাড়া উচ্চ বিদ্যালয় (এসএসসি), রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ (এসএসসি), রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ (এসএসসি), গভঃ ল্যাবরেটরী হাই স্কুল, রাজশাহী (এসএসসি), রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ, (এসএসসি), সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী (এসএসসি), হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী (এসএসসি), লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী (এসএসসি), রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রাজশাহী (এসএসসি), নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়, পবা (এসএসসি), দামকুড়াহাট উচ্চ বিদ্যালয় (এসএসসি), নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়, পবা (এসএসসি), মাসকাটাদিঘী বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালয়, কাটাখালী (এসএসসি), কাটাখালী বালিকা উচ্চ বিদ্যালয় (এসএসসি), বায়া স্কুল এন্ড কলেজ (এসএসসি), সালেহা শাহ মোহাম্মদ বালক উচ্চ বিদ্যালয়, চৌমুহনী বাজারের পার্শ্বে (এসএসসি), রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা (দাখিল), মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, রাজশাহী (দাখিল), নওহাটা ছালেহিয়া দারুস সুন্নাত ফাযিল মাদ্রাসা, পবা (দাখিল), রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল), টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, বহরমপুর মোড় এমএস বিল্ডিং, রাজপাড়া (ভোকেশনাল), রাজশাহী কোর্ট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, মহিষবাথান, রাজপাড়া (ভোকেশনাল), সিটি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, নিউমার্কেট (ভোকেশনাল), নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি (ভোক) বিদ্যালয় (ভোকেশনাল), মহানগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, কাপাসিয়া (ভোকেশনাল)।