প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা ও মর্যাদা প্রতিষ্ঠায় গোলটেবিল বৈঠক | স্কুল নিউজ

প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা ও মর্যাদা প্রতিষ্ঠায় গোলটেবিল বৈঠক

`সহকারী শিক্ষকদের যে দশম গ্রেড, তা শুধু বেতন বৈষম্য নয়, এটা শিক্ষক সমাজের মর্যাদার লড়াই। শুধু প্রাথমিক নয়, মাদ্রাসা, উচ্চ বিদ্যালয়সহ প্রায় সব শিক্ষকেরা আজ মর্যাদা বঞ্চিত। সব সরকার ও সুধী সমাজের মাঝে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার অভিলাষ।'

#স্কুল #বেতন #শিক্ষক

প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য দূর করাসহ মর্যাদা প্রতিষ্ঠায় করণীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল সকালে রাজধানীর মগবাজার মোড়ের রাজ্জাক প্লাজার দৈনিক আমাদের বার্তা অডিটরিয়ামে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

বৈঠকে সন্মানিত অতিথি থাকবেন, ঢাকার প্রাথমিক শিক্ষার সাবেক উপপরিচালক ইন্দু ভূষণ দেব, প্রবীণ শিক্ষক নেতা কাজী আবুল কাশেম ফজলুল হকসহ প্রাথমিক শিক্ষক নেতারা।

সভাপতিত্ব করবেন প্রবীণ শিক্ষক নেতা ও শিক্ষাবিদ মো. সিদ্দিকুর রহমান।

শিক্ষক নেতারা জানান, সহকারী শিক্ষকদের যে দশম গ্রেড, তা শুধু বেতন বৈষম্য নয়, এটা শিক্ষক সমাজের মর্যাদার লড়াই। শুধু প্রাথমিক নয়, মাদ্রাসা, উচ্চ বিদ্যালয়সহ প্রায় সব শিক্ষকেরা আজ মর্যাদা বঞ্চিত। সব সরকার ও সুধী সমাজের মাঝে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার অভিলাষ। বিশ্বের প্রায় সব দেশে শিক্ষকদের মর্যাদা প্রথম শ্রেণি। আর বাংলাদেশে শিক্ষকদের মর্যাদা থার্ড ক্লাস। একারণে শিক্ষকরা বৈষম্য দূরীকরণ ও মর্যাদার দাবিতে আন্দোলন করে আসছে।

#স্কুল #বেতন #শিক্ষক