রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক প্রথম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল হতে পারে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে এমনটা জানা গেছে।
তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন ও প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম বলেন, ‘আমরা ফলাফল প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছি, আমাদের কাজ প্রায় শেষের দিকে। খুব দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।’
এর আগে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে তিন শিফটে প্রাক্-নির্বাচনী পরীক্ষা গত ৮ ফেব্রুয়ারি ও নির্বাচনী (চূড়ান্ত) ভর্তি পরীক্ষা ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রাক্-নির্বাচনী পরীক্ষায় ১৯ হাজার ৯১৫ জন ও নির্বাচনী (চূড়ান্ত) পরীক্ষায় ৭ হাজার ৯৩০ জন ভর্তি-ইচ্ছুক অংশ নেন।
উল্লেখ্য, ২০১৯-২০ শিক্ষাবর্ষের পর রুয়েট আবার এককভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করছে। এবার পুরকৌশল, যন্ত্রকৌশল এবং ইলেকট্রনিক ও কম্পিউটার কৌশল অনুষদগুলোর অধীন ১৪টি বিভাগে মোট ১ হাজার ২৩০টি সাধারণ আসন রয়েছে। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ মোট ১ হাজার ২৩৫টি আসন বরাদ্দ রয়েছে।