ইএফটিতে বেতন: এমপিও শিক্ষকদের তথ্য সংশোধনের নতুন সূচি | এমপিও নিউজ

ইএফটিতে বেতন: এমপিও শিক্ষকদের তথ্য সংশোধনের নতুন সূচি

নতুন সূচি অনুযায়ী স্কুল- কলেজ শিক্ষকদের তথ্য ৬ মার্চের মধ্যে প্রতিষ্ঠান প্রধান জমা দেবেন।

#ইএফটি #এমপিও #শিক্ষক

আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকটনিক্স ফান্ড ট্রান্সফারে (ইএফটি) বেতন-ভাতা দিতে এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীর তথ্য সংশোধনের নতুন সময় সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী স্কুল- কলেজ শিক্ষক-কর্মচারীদের তথ্য সংশোধনের আবেদন ৬ মার্চের মধ্যে প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট পরিচালক ও উপপরিচালক কার্যালয়ে জমা দেবেন। এ সংক্রান্ত চিঠি সব অঞ্চলের পরিচালন ও উপ পরিচালকে পাঠানো হয়েছে।

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

স্কুল প্রধান শিক্ষকরা ইএফটির তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন ৬ মার্চ, উপজেলা থেকে অগ্রায়ন ১১ মার্চের মধ্যে, জেলা থেকে অগ্রায়ন করতে হবে ১৭ মার্চের মধ্যে, আঞ্চলিক উপপরিচালকের কার্যালয় থেকে ৩০ মার্চের মধ্যে অগ্রায়ন ও সর্বশেষ ৭ মাউশি অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা ৭ এপ্রিলের মধ্যে এই আবেদন অনুমোদন করবে।

কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন ৬ মার্চের মধ্যে, আঞ্চলিক পরিচালক থেকে এই আবেদন অগ্রায়ন করতে হবে ৩০ মার্চের মধ্যে ও সর্বশেষ মাউশি অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা থেকে অনুমোদন করতে হবে ৭ এপ্রিল।

অধিদপ্তর জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওর টাকা চলতি বছরের ১ জানুয়ারি ইএফটিতে পাঠানো শুরু হয়েছে। যে সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর এমপিওর তথ্য, এনআইডির তথ্য এবং ব্যাংকের তথ্য সঠিক আছে এমন ১ লাখ ৮৯ হাজার ৯০৭ জন শিক্ষক-কর্মচারীর গত বছরের ডিসেম্বর মাসের এমপিওর টাকা ইতোমধ্যে ১ম লটে ইএফটিতে পাঠানো হয়েছে।’

অধিদপ্তর আরো জানায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর মধ্যে অনেকের এমপিও শিটের নামের সঙ্গে এনআইডির নামের ডট (.), হাইফেন (-), কমা (,) বা আক্ষরিক অমিল আছে অথবা ব্যাংক হিসাবের নাম আংশিক ভুল আছে কিন্তু জন্মতারিখ অভিন্ন এমন ১ লাখ ৫২ হাজার ২২০ জন শিক্ষক-কর্মচারীর ডিসেম্বর মাসের এমপিওর টাকাও ইতোমধ্যে ২য় ও ৩য় লটে ইএফটিতে পাঠানো হয়েছে। এমপিও শিটের নাম এবং এনআইডির নাম অভিন্ন কিন্তু জন্মতারিখ একই বছরে তবে অভিন্ন নয় এমন ৮ হাজার ২৩৮ জন শিক্ষক-কর্মচারীর গত ডিসেম্বর মাসের এমপিওর টাকা পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন এবং ৮ হাজার ৮৮৭ জন শিক্ষক-কর্মচারীর তথ্য যাচাইয়ের জন্য আইবাস ডাবল প্লাসে এ পাঠানো হয়েছে।

মাউশি অধিদপ্তর জানিয়েছে, যে সব শিক্ষক-কর্মচারীর এমপিওশিটের জন্ম তারিখের সঙ্গে এনআইডির জন্ম তারিখের অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপিওর টাকা ইএফটিতে পাঠানো সম্ভব হচ্ছে না। ২য়, ৩য়, ৪র্থ এবং ৫ম লটে যে সব শিক্ষক-কর্মচারীর ডিসেম্বর মাসের এমপিওর টাকা ইএফটিতে পাঠানো হয়েছে এবং তথ্যের ভুলের কারণে যাদের এমপিওর টাকা পাঠানো সম্ভব হয়নি তাদেরকে উল্লিখিত সময়সূচি অনুযায়ী অনলাইন এমপিও সিস্টেমে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে তথ্য সংশোধন করার জন্য বলা হলো। অন্যথায় ভুল তথ্যের কারণে চলতি বছরের এপ্রিল মাস থেকে তাদের এমপিওর টাকা পাঠানো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

অধিদপ্তর আরো জানায়, ‘যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে এমপিও শিটের তথ্য অনলাইনে সংশোধন করা হলে তা সয়ক্রিয়ভাবে এমপিও ডাটাবেজে সংশোধিত হবে। তবে এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধনের পর পরবর্তী কর্যক্রমের জন্য এমপিও ইএফটি মডিউলে লগ-ইন করে অনলাইনে আঞ্চলিক পরিচালক (কলেজের ক্ষেত্রে) বা উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার (স্কুলের ক্ষেত্রে) মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।

আরো জানা, ‘প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত ইএফটিতে টাকা পাঠানোর জন্য প্রয়োজনীয় এমপিওর তথ্য সংশোধনের অনলাইন আবেদন প্রচলিত এমপিও আবেদনের সিডিউলের বাইরে নির্ধারিত সিডিউল অনুযায় সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক (কলেজ), উপপরিচালক (মাধ্যমিক), জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হলো।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ইএফটি #এমপিও #শিক্ষক