চলতি বছরের মে মাস থেকে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পাবেন ইলেকটনিক্স ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে। ১৩ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষক-কর্মচারীদের তথ্য টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম (টিইএমআইএস) সেলে আপলোড করতে হবে। এমন নির্দেশনা দিয়ে সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে।
বুধবার প্রকাশিত কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। অধিদপ্তর জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের বেতন-ভাতা চলতি বছরের মে মাস থেকে আইবাস ডাবল প্লাসের ইএফটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইএফটিতে বেতন-ভাতা পাওয়ার ক্ষেত্রে টিইএমআইএস সফটওয়্যারের ইএফটি ব্যবহারকারী ম্যানুয়ালে উল্লিখিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের সব ডেটা এবং ছয় অঙ্কের ইআইআইএন কোড, পাঁচ অঙ্কের বিটিইবি কোড এবং এমপিও কোড (V,B, A অক্ষরযুক্ত), প্রতিষ্ঠানটি সংযুক্ত-স্বতন্ত্র এসব তথ্য টিইএমআইএস সফটওয়্যারের ঠিক জায়গায় এবং যথাযথভাবে নির্ধারিত তারিখের মধ্যে ইনপুট দিতে হবে। এই লক্ষ্যে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশনা দেয়া হয়েছে।
অধিদপ্তর আরো জানায়, কারো ক্ষেত্রে অসম্পূর্ণ বা ভুল তথ্যের থাকলে ইএফটিতে বেতন-ভাতা পাওয়ার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।