ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় প্রাইভেট কার দুর্ঘটনায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম আহত হয়েছেন।
বুধবার (৫ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে ঢাবি ক্যাম্পাসে ব্রিটিশ কাউন্সিলের সামনে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সারজিসকে হাসপাতালে নিয়ে যান বিশ্ববিদ্যালয়ের ২১শে হলের শিক্ষার্থী শুভ হাওলাদার।
তিনি বলেন,সারজিস আলম ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে গাড়ি নিয়ে বাংলামোটর কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে এলে একটা শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। তখন প্রাইভেটকার সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সঙ্গে গাড়ি ধাক্কা লাগে। এতে সারজিস ভাই আহত হয়েছেন। পরে তাকে হাসপাতালে নিয়ে আসি।
শুভ আরো বলেন, তার বাম চোখের পাশে কেটে গিয়েছে সেখানে একটি শেলায় লেগেছে। এছাড়া মাথায় আঘাত লেগেছে।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরো বলেন, তবে চোখে ও মাথায় গুরুতর কোন সমস্যা নেই। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নেওয়া হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, আহত সারজিস আলম ঢাকা মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
চিকিৎসকের বরাত দিয়ে পুলিশের ওই কর্মকর্তা আরো বলেন, তার অবস্থা গুরুতর নয়।