লালমনিরহাটে স্কুল ব্যাংকিং কনফারেন্স | স্কুল নিউজ

লালমনিরহাটে স্কুল ব্যাংকিং কনফারেন্স

স্কুল ব্যাংকিং কনফারেন্স জেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ী মনোভাব ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ স্কুল ব্যাংকিং কার্যক্রম চলমান রয়েছে।

‘শিক্ষা এবং সঞ্চয়ের পথচলা শুরু হোক একসাথে’- এই স্লোগানে লালমনিরহাটে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ও সীমান্ত ব্যাংকের তত্ত্বাবধায়নে লালমনিরহাট জেলার তফসিলি ব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত এ কনফারেন্সে সভাপতিত্ব করেন সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক মো. মাসুম হায়দার।

তিনি বলেন, এ স্কুল ব্যাংকিং কনফারেন্স জেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ী মনোভাব ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ স্কুল ব্যাংকিং কার্যক্রম চলমান রয়েছে।

এসময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ব্যাংকিং বিষয়ে আলোচনা ও ধারণা দেয়ার কথাও উল্লেখ করেন তিনি এবং সবাইকে ১০ টাকা দিয়ে ব্যাংক হিসাব খোলার আহ্বান জানান। এর আগে এক র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

এ কনফারেন্সে জেলায় অবস্থানরত ২২টি ব্যাংকের ব্যবস্থাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।