আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি ইসলামিক স্কুলে আগুনে পুড়ে অন্তত ১৭ জন শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার দিনগত রাতে জামফারা প্রদেশের কাউরান নামোদা শহরের একটি ইসলামিক স্কুলে আগুন লাগলে এ দুর্ঘটনা ঘটে।
আগুন লাগার কারণ ও সূত্রপাত সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
এ বিষয়ে যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানায়, নিহত ১৭ শিক্ষার্থীর বয়স সাত বছর থেকে ১৭ বছরের মধ্যে। ঘটনাস্থলেই সাত এবং ১২ জন হাসপাতালে মারা যায়।
পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবকর বলেন, তদন্তকারীরা অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ অনুসন্ধান শুরু করেছেন।