বরিশাল নগরীতে ব্যাটারি চালিত ইজিবাইকের চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। এতে বিএম কলেজের সামনের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার দুপুরে বিএম কলেজ সংলগ্ন করলে রোডে এই দুর্ঘটনার ঘটে। পরে বেলা সাড়ে ৩টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কসহ ৭টি দাবি উপস্থাপন করেন।
নিহত ওই শিক্ষার্থীর নাম জান্নাতুল মাওয়া (১০)। সে পটুয়াখালী সদর উপজেলার মো. নিজাম উদ্দিনের মেয়ে। তারা বিএম কলেজ রোড এলাকার নিকট আত্মীয়র বাসায় বেড়াতে এসেছিলো।
স্থানীয়রা জানায়, জান্নাত ও তার একজন সহপাঠী দোকান থেকে চিপস কিনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে জান্নাতকে চাঁপা দেয়। স্থানীয়রা গুরুত্বর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতর লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে এঘটনায় বিএম কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অটোরিকশাটিকে জব্দ করা হয়েছে। চালককে গ্রেফতারে অভিযান চালছে।