ঢাকায় এসে স্কুলছাত্রী নিখোঁজ | স্কুল নিউজ

ঢাকায় এসে স্কুলছাত্রী নিখোঁজ

আদাবর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন তার বাবা ইমরান রাজীব। পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

#স্কুল #শিক্ষার্থী

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল ১১ বছরের আরাবি ইসলাম সুবা। রোববার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বয়সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) আদাবর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন তার বাবা ইমরান রাজীব। পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

ইতোমধ্যে সুবার নিখোঁজ খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। অনেকেই পোস্ট দিয়ে মেয়েটির খোঁজ করছেন।

জানা গেছে, বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে সুবা। সম্প্রতি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সুবার মায়ের কেমোথেরাপি শুরু হয়। সেজন্য চারদিন আগে সুবাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে আত্মীয়ের বাসায় ওঠেন সুবার পরিবার।

#স্কুল #শিক্ষার্থী