গাজীপুর মহানগরীর দিঘিরচালা এলাকায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের এক ছাত্রীকে (২০) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আজ সোমবার সকালে ওই শিক্ষার্থী মামলাটি করেছেন। এ ঘটনায় নজরুল ইসলাম নামের এক নিরাপত্তাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার নজরুল ইসলাম চাঁদপুরের কচুয়া থানার চাঁনপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় দিঘিরচালা এলাকায় রবিন সরকারের বাড়িতে ভাড়া থেকে নিরাপত্তাকর্মীর কাজ করতেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী দিঘিরচালা এলাকায় বসবাস করে স্থানীয় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষে লেখাপড়া করেন। লেখাপড়ার খরচ জোগাতে কিছুদিন ধরে তিনি বিভিন্ন এলাকায় চাকরি খুঁজছেন। গত শনিবার ভোর সাড়ে ৫টায় জরুরি প্রয়োজনে গ্রামের বাড়ি জামালপুরের উদ্দেশে রওনা দেন। বাসন থানার দিঘিরচালা বাচ্চু সরকারের বাড়ির সামনে পৌঁছালে নিরাপত্তাকর্মী নজরুল ইসলাম তাকে গতিরোধ করে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাকে বাড়ির পেছনে নিয়ে ধর্ষণ করেন। এরপর ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেন। গতকাল রোববার রাতে ওই ছাত্রী বাদী হয়ে বাসন থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নজরুল ইসলামকে গ্রেফতার করে।
গাজীপুর মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহম্মেদ বলেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী থানায় মামলা করেছেন। একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।