অবরোধ চলাকালে তারা 'জুলাইয়ের অঙ্গীকার, পিএসসি’র সংস্কার', 'যদি হয় প্রশ্নফাঁস, পড়ব কেন বারো মাস'সহ নানা শ্লোগান দেন।
রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থাকে মিছিল নিয়ে শাহবাগের অবরোধ করেন তারা।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গত ২৪ এপ্রিল থেকে অনশন করছেন কয়েকজন চাকরি প্রত্যাশী। সংস্কারের দাবিতে সরকারকে দেওয়া তাদের আল্টিমেটামের শেষদিন ছিল আজ।
আন্দোলনকারীরা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন নতুন করে তৈরি, প্রশ্নফাঁসরোধে কঠোর পদক্ষেপ, নিয়োগ জট নিরসন এবং ৪৪তম বিসিএসের ফল প্রকাশের পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেয়ার দাবি জানান।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- খাতা মূল্যায়নে গতি আনা, নিরপেক্ষতা নিশ্চিতে কমিশনে বসে খাতা দেখার ব্যবস্থা এবং দ্রুত অধ্যাদেশ জারি করে পিএসসির সদস্য সংখ্যা ২৫ থেকে ৩০ জনে বৃদ্ধি করা।
এর আগে পিএসসির সংস্কার চেয়ে চতুর্থ দিনের মতো অনশনরত শিক্ষার্থীদের দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আসিফ মাহমুদের সঙ্গে কথা বলার পরই আন্দোলনকারীরা শাহবাগ অবরোধ করেন।