শাহবাগে ব্লকেড কর্মসূচি আসলে কখন | বিবিধ নিউজ

শাহবাগে ব্লকেড কর্মসূচি আসলে কখন

ঘোষণা অনুযায়ী, বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে যাওয়ার কথা ছিলো।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধের ডাক দিয়েও নির্ধারিত সময় পার হলেও কাউকে দেখা যায়নি। তবে পরে ঘোষণা করা হয় এই কর্মসূচি রাত সাড়ে নয়টায় করা হবে। এ নিয়ে এখন শিক্ষার্থীসহ সব মহলে প্রশ্ন উঠেছে ব্লকেড আসলে কখন।

বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৩টায় শাহবাগ মোড়ে গিয়ে দেখা গেছে সেখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো শিক্ষার্থীদের দেখা যায়নি এই কর্মসূচি পালন করতে।

দুপুরে আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ শাহবাগ ব্লকেডের ডাক দেন। ঘোষণা অনুযায়ী, বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে যাওয়ার কথা ছিলো। এ সময় জাবি, জবি, ঢাবি, বুয়েট, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সাত কলেজসহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছিলেন মুসাদ্দিক।

এর আগে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে দশটায় শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারী তিন শতাধিক শিক্ষার্থী। পৌনে দুই ঘণ্টা সেখানে অবস্থান শেষে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়েন তারা।

প্রসঙ্গত, কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে সোমবার অনশনে বসেছিলেন ৩২ জন শিক্ষার্থী। বুধবার সকাল ১০টার দিকে কুয়েট ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার। এরপর দুপুরে কুয়েট ক্যাম্পাসে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ইউজিসির তিনজন প্রতিনিধি। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তনজিমউদ্দীন খান, বুয়েটের অধ্যাপক সাইদুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব আহমেদ শিবলী। তাদের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকের পর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সব আবাসিক হল খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।