প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি শামসুজ্জামান | স্কুল নিউজ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি শামসুজ্জামান

শিক্ষক-কর্মচারীদের লাগাতার আন্দোলনের মুখে গত বছরের ১১ সেপ্টেম্বর অধিদপ্তরের সাবেক ডিজি আব্দুস সামাদকে ওএসডি করা হয়। নতুন মহাপরিচালক নিযুক্ত হন ড. মো. আব্দুল হাকিম।

#প্রাথমিক বিদ্যালয় #ডিজি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিযুক্ত হয়েছেন আবু নূর মো. শামসুজ্জামান। তিনি একই দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন ডিজি পদায়নের এ তথ্য জাননো হয়।

প্রসঙ্গত, শিক্ষক-কর্মচারীদের লাগাতার আন্দোলনের মুখে গত বছরের ১১ সেপ্টেম্বর অধিদপ্তরের সাবেক ডিজি আব্দুস সামাদকে ওএসডি করা হয়। নতুন মহাপরিচালক নিযুক্ত হন ড. মো. আব্দুল হাকিম। একই দিনে আবু নূর মো. শামসুজ্জামানকে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে ড. মো. আব্দুল হাকিমকে বদলি করা হলে পদটি শূন্য হয়। এবার এই পদে নিযুক্ত হলেন আবু নূর মো. শামসুজ্জামান।

#প্রাথমিক বিদ্যালয় #ডিজি