ভাষা শহীদদের প্রতি শেকৃবির শ্রদ্ধা | বিশ্ববিদ্যালয় নিউজ

ভাষা শহীদদের প্রতি শেকৃবির শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রশাসন, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব।

#শেকৃবি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রশাসন, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব।

দিবসের প্রথম প্রহরে শেকৃবি ভিসি প্রফেসর ড. মো. আব্দুল লতিফের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্য রওনা দেন।

এর পরপরই ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পার্থ অর্পণ করেন- প্রভোস্টদের নেতৃত্বে: বেগম সৈয়দুন্নেসা, বেগম রোকেয়া হল, অপরাজিতা ২৪ হল, শেরেবাংলা হল, সিরাজ-উদ-দৌলা হল, কবি কাজী নজরুল ইসলাম হল, বিজয় ২৪ হল, নিপীড়ন বিরোধী শিক্ষকরা, বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন: সাংবাদিক সমিতি, রোভার স্কাউট, কিষাণ থিয়েটার, শেকৃবি ডিবেটিং সোসাইটি, সপ্তক, বাধন, শেকৃবি ল্যাংগুয়েজ ক্লাব, শেকৃবি ইয়েস গ্রুপ, শেকৃবি কম্পিউটার ক্লাব, শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটি, শেকৃবি বন্ধুসভা, শেকৃবি কৃষি ক্লাব, শেকৃবি সাহিত্য সংসদ, শেকৃবি শুভসংঘ, শেকৃবি সেতুবন্ধন, বাংলাদেশ স্টাডি ফোরাম, শেকৃবি ব্যাডমিন্টন ক্লাব, আলোকিত মানুষ, অন্ট্রাপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট ক্লাব, শেকৃবি আইসিটি অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব, শেকৃবি বিজ্ঞান ক্লাব, ইয়াস বাংলাদেশ, কৃষি অর্থনীতি ছাত্র সমিতি, ভেট সায়েন্স অ্যান্ড এ এইচ অ্যাসোসিয়েশন ৬,অ্যাসোসিয়েশন অফ কম্পিউটার প্রফেশনাল, কর্মচারী সংগঠন, ড্রাইভার সমিতি, শ্রমিক সমিতি ও অন্যান্য সংগঠন।

এ মসয়ে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. বেলাল হোসেন, প্রক্টর মো. আরফান আলি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক, প্রফেসর ড. মো. আমিনুজ্জামান, সহকারী প্রক্টর আখতার হোসেন, হলগুলো প্রভোস্ট, বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও বিভিন্ন ক্লাবের সদস্যরা। এ সময়ে শৃঙ্খলার দায়িত্ব পালন করেন শেরেবাংলা কৃষি অনুষদ রোভারস্কাউট গ্রুপ ও আনসার সদস্যরা।

সবশেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল আওয়াল।

#শেকৃবি