ডিবি কার্যালয়ে সোহানা সাবা | বিনোদন নিউজ

ডিবি কার্যালয়ে সোহানা সাবা

ঢাকা মেট্রোপলিট পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, ‘অভিনেত্রী শাওনের পর সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে আমাদের হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।’

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান কার্যালয়ে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হয়েছে।

সোহানা সাবাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিট পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, ‘অভিনেত্রী শাওনের পর সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে আমাদের হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।’

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে।

সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে জামালপুরে তার গ্রামের বাড়িতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে একই অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আরেক অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করে ডিবি পুলিশ। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।