আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘কন্ঠ মুক্তির গান’ শিরোনামে গানের মিছিল কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ’জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলনের’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বর থেকে গানের মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ জাতীয় সংগীতের মাধ্যমে শেষ হয়।
গানের মিছিলে ’আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভূলিতে পারি, ওরা আমার মুখে ভাষা কেড়ে নিতে চায়, ধন্য ধান্যে পুষ্পভরা আমাদের বসুন্ধরা’সহ দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী সজিব আহমেদ বলেন, ’আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 'কন্ঠ মুক্তির গান’ নামে গানের মিছিল করেছি। সেখানে আমরা মূলত প্রত্যেক জাতিগোষ্ঠীর মায়ের ভাষায় কথা বলবার, লিখবার স্বাধীনতার বার্তা দেয়ার চেষ্টা করেছি। সেইসঙ্গে পৃথিবীর প্রত্যেক ভাষা ও সংস্কৃতির ওপর যেকোনো ধরনের আগ্রাসন ও প্রতিবন্ধকতার বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানাই।