এসএসসি পরীক্ষার সংশোধিত সিলেবাস ও নম্বর বন্টন প্রকাশ

এসএসসি পরীক্ষার সংশোধিত সিলেবাস ও নম্বর বন্টন প্রকাশ

সংশোধিত সিলেবাস ও অন্যান্য নির্দেশনা সরকারি-বেসরকারি সব স্কুলে পাঠানো হয়েছে। পাঁচ দিনের মাথায় ২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে কিছুটা পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বদল এসেছে বাংলা বিষয়ে।

#এসএসসি #সিলেবাস

আগামী বছরের (২০২৬) এসএসসি ও সমমান পরীক্ষার সংশোধিত সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন প্রকাশ করা হয়েছে। সংশোধিত সিলেবাস ও অন্যান্য নির্দেশনা সরকারি-বেসরকারি সব স্কুলে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এ সিলেবাস ও প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন প্রকাশ করে। পাঁচ দিনের মাথায় আগামী বছরের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে কিছুটা পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। পরিবর্তন এসেছে বাংলা বিষয়ে। মাত্র ৫ দিন আগে প্রথমবার এই সিলে্বাস প্রকাশ হয়। এরপর পাঁচ দিনের মাথায় আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) আবার পরিবর্তন আনা হলো।

এ বছর যারা দশম শ্রেণিতে উঠলেন তারা এ সিলেবাস ফলো করবেন। পতিত আওয়ামী লীগ সরকারের সময় চালু করা ‘নতুন শিক্ষাক্রমে’ নবম-দশম শ্রেণির বিভাগ বিভাজন উঠিয়ে দেওয়া হয়েছিল। সরকার পরিবর্তনের পর ২০২৫ খ্রিষ্টাব্দ থেকে আবার বিভাগ বিভাজন ফিরছে। সে ঘোষণা অনুযায়ী বিভাগ-বিভাজন ফিরিয়ে এনে ২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নের ধরণ ও নম্বর বণ্টন প্রকাশ করে এনসিটিবি।

ওই পরীক্ষার নম্বর বিভাজনে দেখা গেছে, ব্যবহারিক না থাকা বিষয়গুলোর রচনামূলক অংশে ৭০ নম্বর এবং বহুনির্বাচনি অংশে ৩০ নম্বর থাকবে। ব্যবহারিক থাকা বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে ৭৫ ও ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকবে। তত্ত্বীয় অংশে ৪০ নম্বর ও বহুনির্বাচনি অংশে ২৫ নম্বর থাকবে।

2026-SSC-Syllabus-(1).pdf - ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।

#এসএসসি #সিলেবাস