দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা, তালাবদ্ধ কুয়েট উপাচার্যের বাসভবন | বিশ্ববিদ্যালয় নিউজ

দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা, তালাবদ্ধ কুয়েট উপাচার্যের বাসভবন

কুয়েট জনসংযোগ বিভাগ থেকে নিশ্চিত করা হয়, বেলা ১২টায়ও উপাচার্যের বাসবভন তালাবদ্ধ রয়েছে। ওই বাসভবনে তিনি একাই থাকতেন। বর্তমানে উপাচার্য চিকিৎসার জন্য ঢাকায় রয়েছেন।

#উপাচার্য #কুয়েট #শিবির #ছাত্রদল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৯৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তারা শুক্রবার রাতে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাছুদের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়েছিলেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সেই তালা ঝুলতে দেখা গেছে।

শিক্ষার্থীরা বলছেন, দাবি না আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তারা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে এ কর্মসূচি গ্রহণ করেছেন।

কুয়েট জনসংযোগ বিভাগ থেকে নিশ্চিত করা হয়, বেলা ১২টায়ও উপাচার্যের বাসবভন তালাবদ্ধ রয়েছে। ওই বাসভবনে তিনি একাই থাকতেন। বর্তমানে উপাচার্য চিকিৎসার জন্য ঢাকায় রয়েছেন।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মুহাম্মদ মাছুদ জানিয়েছেন, ছাত্রদের দাবির প্রতি সংহতি জানিয়ে কুয়েটে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। রাজনৈতিক সম্পৃক্ততা পেলে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার ও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের চাকুরিচ্যুত করা হবে বলেও জানান তিনি।

তবে কুয়েটে অস্থিতিশীলতার জন্য কোন মহলের ইন্ধন রয়েছে কি-না, তা খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেও জানান তিনি।

গতকাল শুক্রবার সন্ধ্যায় 'রক্তাক্ত কুয়েট' শীর্ষক চিত্র প্রদর্শনীর পর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্য মোহাম্মদ মাছুদের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের সদস্য ফরম বিতরণকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ বাধে। পরে স্থানীয় কিছু বহিরাগত এই হামলায় অংশ নেয়। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

#উপাচার্য #কুয়েট #শিবির #ছাত্রদল