ছাত্রকে ধ*র্ষণের অভিযোগে শিক্ষককে পি*টুনি | মাদরাসা নিউজ

ছাত্রকে ধ*র্ষণের অভিযোগে শিক্ষককে পি*টুনি

এ ঘটনায় ওই ছাত্রের পিতা বাদি হয়ে শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

#ধর্ষণ #মাদরাসা #শিক্ষক

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মাদরাসা শিক্ষক মোহাম্মদ আফনান (২৬) ৯ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্থানীয়রা পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রের পিতা বাদি হয়ে শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এরপর তাকে আদালতের প্রেরণ করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে মাদরাসার ভেতরে নির্দিষ্ট কক্ষে ঘুমাতে যায় শিশুটি। তখন শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করা হয়। পরদিন শিশুটি বাড়িতে চলে যায়। কিন্তু পরে আর মাদরাসায় ফিরতে না চাওয়ার কারণ জানতে চাইলে শিশুটি পরিবারের সদস্যদের ধর্ষণের বিষয়টি জানায়। এরপর শিশুটির পরিবার স্থানীয় লোকজনকে বিষয়টি অবহিত করেন। মঙ্গলবার রাত ৯টার দিকে স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে আটক করে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, ওই শিক্ষক পুলিশের কাছে ঘটনার দায় স্বীকার করেছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাছাড়া, শিশুটির প্রয়োজনীয় চিকিৎসার জন্য সকালে চমেক হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠানো হয়েছে।

#ধর্ষণ #মাদরাসা #শিক্ষক