কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৪ | বিশ্ববিদ্যালয় নিউজ

কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিএনপি ও যুবদলের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

#বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #বিএনপি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিএনপি ও যুবদলের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে পুলিশের পক্ষ থেকে এতথ্য জানানো হয়েছে। এর আগে, গত শুক্রবার তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বিএনপি নেতা আবদুল করিম মোল্লা, যুবদল নেতা আনোয়ার হোসেন, ইব্রাহিম হাওলাদার ও বিএনপির সর্মথক শফিকুল।

খুলনা মহানগর বিএনপির এক বিজ্ঞপ্তিতে তাদের দলীয় পরিচয় নিশ্চিত করে গ্রেফতারের নিন্দা জানানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও নগরীর খানজাহান আলী থানার এসআই রিকাবুল ইসলাম বলেন, সংঘর্ষের দিন ৫ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিল সেনা সদস্যরা। তাদের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। শুক্রবার তাদের মধ্যে ৪ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনায় ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলার বাদী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিদর্শক মো. মনিরুজ্জামান লিটন। তবে মামলার এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি। আসামিরা সবাই অজ্ঞাত।

#বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #বিএনপি