খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব কুমার সরকার হত্যা মামলার রহস্য উন্মোচনের দাবি করেছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)। তদন্তে উঠে এসেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অর্ণবকে হত্যা করা হয়েছে।
গত ২৪ জানুয়ারি অর্ণবকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. কুতুব উদ্দিন এতথ্য জানান।
মো. কুতুব উদ্দিন জানান, ২৪ জানুয়ারি খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানা এলাকার তেঁতুলতলা মোড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব কুমার সরকারকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে হত্যা করেন। ইতিমধ্যে অর্ণব হত্যা মামলায় ৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিদের মধ্যে ইনসান শরীফ নামের একজনকে একটি ওয়ান শুটারগান, দুটি গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।
শাহরিয়া সজল ও মাহিন হোসেন নামের দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য আসামিরা পুলিশের কাছে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার এবং মামলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু ও কালা লাবলু-পলাশ গ্রুপের দ্বন্দ্বের জের ধরে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত অর্ণব কালা লাবলু-পলাশের বন্ধু ছিলেন, বলে জানান মো. কুতুব উদ্দিন।