কমিটি ঘোষণার একদিন পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র মো. নাফিজ তানজিন অর্ণব।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাস দিয়ে তিনি পদ প্রত্যাখ্যান করেন।
তিনি লিখেছেন, আমি মো. নাফিজ তানজিন অর্ণব। আমি সজ্ঞানে স্পষ্ট করে জানাতে চাই যে, গতকাল ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ কমিটিতে আমার নাম যেভাবে সংযুক্ত করা হয়েছে, তা আমার অজান্তে করা হয়েছে।
এ বিষয়ে তাকে আগে অবগত করা হয়নি জানিয়ে অর্ণব বলেন, আমি বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। জুলাই বিপ্লবে আমি নিজের অবস্থান থেকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের পক্ষে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও দেশের স্বার্থে থাকব।
তিনি আরও বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, আমি এই কমিটির অংশ নই। আমি সজ্ঞানে এ ধরনের পদ প্রত্যাখ্যান করছি।’
নাফিজ তানজিন অর্ণব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ছাত্র।